রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৫

মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুছ

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুছ

মতলব উত্তর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল জশনে জুলুছ (বর্ণাঢ্য মোটরযান র‌্যালি) বের করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে নেদায়ে ইসলামের আয়োজনে এই জশনে জুলুছ বের করা হয়। ফরাজীকান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসা থেকে জুলুছ বের হয়ে পুরো বেড়িবাঁধ প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। জুলুছে শতাধিক মোটরসাইকেল, অটো রিকশা ও পিকআপ নিয়ে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। জুলুছে অংশগ্রহণকারীরা কালেমা খচিত ধর্মীয় পতাকা বহন করেন। এ সময় ‘বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, নারায়ে রিসালত ইয়া রাসুলাল্লাহ' সহ বিভিন্ন স্লোগান হয়।

জুলুছ শেষে ফরাজীকান্দি কমপ্লেক্সে চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাশিমপুর দরবার শরীফের পীর আল্লামা শায়খ আশফাক আহমাদ, নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আহমাদ উল্লাহ ও প্রকৌশলী ঈমান আলী। পরে সালাতু সালামের পর দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিবছর এই মোটরযান শোভাযাত্রাটি (জশনে জুলুছ) বের হয়ে আসছে। এবার পূর্বের চেয়ে আরও বেশি সংখ্যক মোটরযান অংশগ্রহণ করে শোভাযাত্রাটিকে সফল করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়