প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৬
চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজন
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা
সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব'

চাঁদপুরে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় চাঁদপুর শহরের জোড় পুকুর পাড়স্থ ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়। এতে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার প্রধান অতিথি এবং ফোরামের সাধারণ সম্পাদক ও এনটিভির চীফ করসপন্ডেন্ট শফিক শাহীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
|আরো খবর
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, যমুনা গ্রুপের পরিচালক ও দৈনিক ঢাকার ডাকের সম্পাদক ও প্রকাশক এবিএম শামসুল হাসান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ডিরেক্টর মো. ইউনুস মিয়া, আনন্দ টেলিভিশনের এজিএম ও ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এসবি বুলবুল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী জাকির প্রধানিয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার ও চাঁদপুর লায়ন্স ক্লাবের সভাপতি ওয়েছ মাহমুদ জয়।
চাঁদপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তারের সভাপ্রধানে ও পরিচালক ফেরদৌসী বেগমের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর ফটো জানালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক
জাহিন আক্তার, সদস্য তানিয়া ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে যাঁরা সংবর্ধিত হলেন : ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক ও এনটিভির চীফ অব করেসপনডেন্ট সফিক শাহীন, সিনিয়র-সভাপতি এমএ নোমান (দৈনিক আমার দেশ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন (বাণিজ্য প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ফয়সাল (চ্যানেল ২৪), অর্থ সম্পাদক শাহাদাত হোসেন (দেশ সমাচার), জনকল্যাণ সম্পাদক এসএম জাকির হোসাইন (অর্থ সংবাদ), প্রচার-প্রকাশনা সম্পাদক নুরুন্নবী চৌধুরী হাছিব (টেক পাবলিক), দপ্তর সম্পাদক মহসিন হোসেন (বিডি সমাচার), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শামসুজ্জামান নাঈম (স্বদেশ বাংলা), নির্বাহী সদস্যরা সালেহ বিপ্লব (দৈনিক দেশবার্তা), নাজমুল হক বাপ্পী (বাংলা স্পোর্টস), ফখরুল ইসলাম (ঢাকা পোস্ট) ও সাঈদ আল হাসান শিমুল (কালবেলা)
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং চাঁদপুরের ভাবমূর্তি উজ্জ্বল করতে একযোগে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের নিয়ে গঠিত চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি চাঁদপুরে উদ্যোক্তা তৈরি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই চেম্বারের মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তের নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। এর ফলে তারা শুধু নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন না, বরং পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তনের ধারা সৃষ্টি হচ্ছে, যা আগামীর বাংলাদেশকে আরও শক্তিশালী করবে। বক্তারা নারীদের আত্মবিশ্বাসী হয়ে ব্যবসায় নামতে উৎসাহিত করেন এবং তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব প্রদর্শনের জন্যে সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানান।
এছাড়া বক্তারা সাংবাদিকদের ভূমিকার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। তারা বলেন, একজন প্রকৃত সাংবাদিক সমাজের আয়না। সমাজ, রাষ্ট্র ও মানুষের পক্ষে সত্য তুলে ধরাই সাংবাদিকতার মূল কাজ। সাংবাদিকদের নিরপেক্ষ ও সাহসী ভূমিকা একটি সুস্থ সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য অপরিহার্য। গণমানুষের সমস্যা, দুর্নীতি, অসঙ্গতি ও উন্নয়নের গল্প সংবাদমাধ্যমের মাধ্যমে তুলে ধরতে হবে। সৎ ও পেশাদার সাংবাদিকতা একটি জাতিকে আলোকিত করে, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। তাদের মাঝে ভেদাভেদ না রেখে পেশাগত দায়িত্বকে সর্বাগ্রে রাখতে হবে। সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব হবে। একই সঙ্গে নারী উদ্যোক্তা ও সাংবাদিক, এই দুই শক্তির সম্মিলিত প্রয়াসে চাঁদপুর জেলা আরও উন্নত, অগ্রসর এবং সৃজনশীল হয়ে উঠবে।