প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৫
টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে
সাংবাদিক শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলমের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া, মিলাদ ও স্মরণসভা
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, যমুনা টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া, মিলাদ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ জোহর চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডস্থ শাহসূফী হাফেজ মমতাজ উদ্দিন সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
|আরো খবর
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা। তিনি বলেন, পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকবে না। আজকে আমরা যারা আছি কালকে নাও থাকতে পারি। প্রয়াত এই সাংবাদিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আমি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরো বলেন, আজকে আমরা সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করেছি। ভবিষ্যতে আমাদের জন্যও একইভাবে কেউ না কেউ মিলাদ ও দোয়ার আয়োজন করবে। এটি একটি মহতী উদ্যোগ। আমি এজন্য সকলকে সাধুবাদ জানাই। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে সবাই এই প্রার্থনা করি, তিনি যেনো মাকসুদ ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
অনুষ্ঠানে মরহুমের জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি আব্দুল আউয়াল রুবেল, প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক ও দৈনিক শপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ ও প্রেসক্লাব কার্যকরী সদস্য এ কে আজাদ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক শপথ পত্রিকার বার্তা সম্পাদক ও এসএ টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, দৈনিক শপথ পত্রিকার স্টাফ রিপোর্টার রহমান রুবেলসহ মাদ্রাসা ও এতিমখানার কর্মকর্তাবৃন্দ, শিশু শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ পরিচালনা করেন শাহসূফী হাফেজ মমতাজ উদ্দিন মাদ্রাসা ও এতিমখানা মসজিদের ইমাম হাফেজ মোঃ মাসুদ আলম এবং মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
উল্লেখ্য, ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর চাঁদপুর শহরের তালতলাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুর পূর্বে দীর্ঘদিন তিনি ডায়াবেটিক, হৃদরোগ, লিভারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।