প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ২০:৫৩
মতলবে কবরস্থান তৈরি করে মসজিদের জায়গা দখলের অভিযোগ

মতলব পৌরসভার চরমুকুন্দি কেন্দ্রীয় জামে মসজিদের জমিতে কবরস্থান করে মসজিদের জায়গা দখলের অভিযোগ করেছে এলাকাবাসী ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ। এছাড়া মসজিদ কমিটির সেক্রেটারী ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা করেছেন জনৈক মোস্তফা হক। ১ আগস্ট ২০২৫ (শুক্রবার) জুমার নামাজের পর এলাকাবাসী ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ মামলা করার প্রতিবাদে সমাবেশ করেছে।
|আরো খবর
মসজিদ কমিটির সেক্রেটারী কবির খান জানান, মসজিদের নামে ১৪ শতাংশ জায়গা রয়েছে। বর্তমান মসজিদটি ৯ শতাংশ জায়গার ওপর রয়েছে। এই ৯ শতাংশ জায়গার মধ্যেই মসজিদের মূল ভবনের কাজ সম্প্রসারণ করা হচ্ছে। মসজিদের আরো ৫ শতাংশ জায়গা মসজিদটির পশ্চিম পার্শ্বে রয়েছে। সেখানে প্রধানীয়া বাড়ির মোজাম্মেল হক গং কবরস্থান করে মসজিদের জায়গা দখল করে আছে। আমরা মসজিদ কমিটি থেকে বারংবার বলার পরও তারা মসজিদের জায়গা বুঝিয়ে দিচ্ছে না। বিজ্ঞ আদালতে মামলা করে তারা মসজিদের ভূমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করার চেষ্টা করছে। এরই মধ্যে তড়িঘড়ি করে তারা এ রাস্তাটি পাকা ঢালাই করেছে। স্থানীয় এলাকবাসী জাবের হোসেন খানসহ অন্যরা জানান, প্রধানীয়া বাড়িতে যাতায়াতের জন্যে তাদের রাস্তা রয়েছে। তারপরও মোজাম্মেল গং মসজিদের ওপর দিয়ে রাস্তা নেয়ার পাঁয়তারা করছে। মসজিদের জায়গার ওপর দিয়ে কারো ব্যক্তিগত চলাচলের রাস্তা নির্মাণ করতে দেয়া হবে না। মসজিদের দক্ষিণ পাশ দিয়ে তাদের চলাচলের রাস্তা রয়েছে। মসজিদের জায়গা সম্প্রসারণে বাধা দিলে আইনী ব্যবস্থাগ্রহণ করা হবে।
মামলার বাদী মোজাম্মেল হক জানান, দীর্ঘদিন যাবৎ এ রাস্তা দিয়ে আমাদের বাড়ির লোকজন চলাচল করছে। এ রাস্তাটি জেলা পরিষদের অর্থায়নে পাকা করা হয়েছে।