মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০০:৫০

শ্রীমঙ্গলে ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার

অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক অমর কুমার সেন

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার

।। মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসুর এলাকার অমল পাল ও শংকর পালের বাড়িতে অভিযান চালায়।

তাদের ঘর তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

এ সময় অমল পাল ও শংকর পাল পালিয়ে যায়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন পলাতক আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়