প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৪:১৬
হেরার আলো
অনলাইন ডেস্ক
১১-সূরা হুদ
১২৩ আয়াত, ১০ রুকু, ‘মক্কী’
৪৩। সে বলিল, ‘আমি এমন এক পর্বতে আশ্রয় লইব যাহা আমাকে প্লাবন হইতে রক্ষা করিবে।’ সে বলিল, ‘আজ আল্লাহ্র হুকুম হইতে রক্ষা করিবার কেহ নাই, তবে যাহাকে আল্লাহ্ দয়া করিবেন সে ব্যতীত।’ ইহার পর তরঙ্গ উহাদিগকে বিচ্ছিন্ন করিয়া দিল এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হইল।