প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ২৩:০১
চাঁদপুর লেখক পরিষদের কার্যকরী কমিটির সভা
২৯ আগস্ট কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত

‘সাহিত্য রচনায় সভ্যতার পথ বুনি’ এ প্রতিপাদ্যে পথ চলছে চাঁদপুর লেখক পরিষদ। সংগঠনের কার্যকরী পরিষদের ১৩তম সভা ২৫ জুলাই ২০২৫ (শুক্রবার) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
|আরো খবর
চাঁদপুর লেখক পরিষদের সভাপতি কবি-প্রাবন্ধিক-গবেষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় মতামত দেন চাঁদপুর লেখক পরিষদের উপদেষ্টা অধ্যাপক দুলাল চন্দ্র দাস, সদস্য অ্যাড. শীতল চন্দ্র ঘোষ, সহ-সভাপতি ডা. মাসুদ হাসান, সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী, দপ্তর সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম রাজিব, আবৃত্তি বিষয়ক সম্পাদক দীপান্বিতা দাস, কার্যকরী পরিষদের সদস্য বাহার হায়দার চৌধুরী, মো. সোহেল পাটওয়ারী ও রাজীব কুমার দাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, অরবিন্দ মজুমদার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৯ আগস্ট, শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় চাঁদপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদার দায়িত্ব পালনে অপারগতা পোষণ করায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।