প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৯:০৭
ফ্রাংকফুর্টে প্রবাসী বাঙালিদের মহামিলন সামনে রেখে প্রস্তুতি সভা

প্রবাসে বসবাসকারী বাঙালিদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য এবং সংস্কৃতির বন্ধনকে সুদৃঢ় করতে জার্মানির ফ্রাংকফুর্টে আয়োজন করা হচ্ছে এক বৃহৎ মহামিলন। আগামী শনিবার (২৬ জুলাই ২০২৫) অনুষ্ঠিতব্য এই মহামিলনকে ঘিরে ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে প্রবাসী বাঙালি সমাজে। এ মহামিলন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে রোববার (১৩ জুলাই ২০২৫) বিকেল ৫টায় ফ্রাংকফুর্টের সালবাউ গালুসে অনুষ্ঠিত হলো চূড়ান্ত প্রস্তুতি সভা।
সভায় দূরদূরান্ত থেকে আগত প্রবাসী বাঙালি এবং ফ্রাংকফুর্টের ১৬টি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। প্রাণবন্ত এ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি। সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু।
প্রবাসী বাঙালিদের মধ্যে পারস্পরিক বন্ধন আরো সুদৃঢ় করা এবং বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রবাসের মাটিতে ছড়িয়ে দিতে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয় সভায়। মহামিলনকে স্মরণীয় ও ঐতিহাসিক করতে সবাই অঙ্গীকার ব্যক্ত করেন। সন্ধ্যার পর থেকে দীর্ঘক্ষণ চলা এই প্রস্তুতি সভায় বিভিন্ন কার্যক্রমের দায়িত্ব বণ্টন এবং কর্মপরিকল্পনা সর্বসম্মতভাবে চূড়ান্ত করা হয়।
সভাশেষে উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, এই মহামিলন জার্মান প্রবাসী বাঙালিদের জন্যে একটি ইতিহাস হয়ে থাকবে। পাশাপাশি ফ্রাংকফুর্টসহ পুরো ইউরোপের বাঙালি সমাজের মধ্যে ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করবে। সভায় উপস্থিত প্রবাসীদের পক্ষ থেকে জার্মানিতে অবস্থানরত সকল বাঙালিকে আগামী ২৬ জুলাইয়ের মহামিলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্যে আন্তরিক আহ্বান জানানো হয়েছে।