শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৯:৫২

বার্সেলোনায় ‘বাংলাদেশি উৎসব’

সিদ্দিকুর রহমান, স্পেন থেকে
বার্সেলোনায় ‘বাংলাদেশি উৎসব’

স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় স্থানীয় সিটি কর্পোরেশনের ‘ফিয়েস্তা মাইয়োর’-এর অংশ হিসেবে বাংলাদেশি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই ২০২৫) ‘বাংলাদেশ কমিউনিটি বার্সেলোনা’- এর ব্যানারে স্থানীয় প্লাসা ব্লাংকের্নায় আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন দেশের অভিবাসীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশি উৎসবে প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়া জোট সরকারের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী পেরে আরাগন। তিনি বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের নিজস্ব সংস্কৃতি লালনের এ ধারার প্রশংসা করেন।

বাংলাদেশি এ উৎসবে শিশু কিশোরদের যেমন খুশি তেমন সাজো ও বড়োদের জন্যে চেয়ার সিটিং প্রতিযোগিতা ছিলো। দেশীয় নানা খাবারের স্টলগুলেতে ছিলো প্রবাসীদের ভিড়। মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় ও সুইডেন থেকে আগত শিল্পীবৃন্দ।

আয়োজক সংগঠনের সালেহ আহমদ সোহাগ, আবুল কালাম আজাদ ও পারভেজ ইসলাম জানান, বাংলাদেশের সংস্কৃতি প্রবাসে লালন করার জন্যে এ আয়োজন। তারা ভবিষ্যতে আরো বড়ো পরিসরে এমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন। এ উৎসব সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে তাঁরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়