প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৭:২৩
প্রফেসর ড. অরুন চন্দ্র পালকে শুভেচ্ছা জ্ঞাপন

চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের উপদেষ্টা প্রফেসর ড. অরুন চন্দ্র পাল, পিএইচএফ আমেরিকার নিউইয়র্ক থেকে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। তিনি এই সফরের অংশ হিসেবে চাঁদপুর রোটারী ক্লাবে আসেন বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) মধ্যাহ্নে। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের নূতন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. মোস্তফা (ফুল মিয়া), পিইচএফ সহ সাবেক সভাপতিবৃন্দ। অরুন পালের সাথে ছিলেন তাঁর একমাত্র পুত্র আমেরিকা প্রবাসী সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার অরিত্র অঙ্গন পাল। ছবিতে ডানে অরুন পালকে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন উপহার প্রদান করা হচ্ছে।
|আরো খবর
উল্লেখ্য, অরুন চন্দ্র পাল এক যুগেরও অধিক সময় ধরে চাঁদপুর রোটারী ক্লাবের বাইলজ সংশোধন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন। তিনি তাঁর সফরের অংশ হিসেবে কমিটির সভা আহ্বান করেন। এই কমিটির সদস্য সচিব, ক্লাবের সাবেক সভাপতি শাহেদুল হক মোর্শেদ সভাটি সঞ্চালনা করেন। সভায় কমিটির অন্যান্য সদস্যসহ সাবেক সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।