শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:০১

গুলশান লেকে নৌকাডুবি

গুলশান লেকে নৌকাডুবি
অনলাইন ডেস্ক

রাজধানীর গুলশান লেকে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি (গুলশান-১ রোড-৩১) নৌকাটি ডুবে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাফায়াত বলেন, নৌকায় বেশ কয়েকজন যাত্রী পার হচ্ছিলেন। নৌকার মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, নৌকায় ৭-৮ জন যাত্রী ছিল, সবাই সাঁতার কেটে উঠে গেছে। তবুও আমাদের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার (তেজগাঁও) মো. সাফায়াত জানান, সকাল সাড়ে ৮টার দিকে নৌকাডুবির ঘটনাটি ঘটে। আমাদের খবর দেওয়া হয় ৯টার দিকে। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করে। আমাদের বলা হয়েছিল যে কয়েকজন সাঁতরে উঠে গেছে। একজন নারী নিখোঁজ ছিল। তবে লেকে খোঁজাখুঁজি করে কাউকে পাওয়া যায়নি। সম্ভবত তিনিও সাঁতরে উঠে গেছেন। তাই বেলা সাড়ে ১১টার দিকে অভিযান সমাপ্ত করা হয়।

এদিকে গুলশান থানা পুলিশ জানায়, ওই নৌকার মাঝিকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তার নাম জানা যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়