প্রকাশ : ২৫ মে ২০২৫, ০১:৪৬
৩ মাস ১০ দিনেও মিলছে না সন্তানের খবর, মা-বাবার আহাজারি

সন্তান নিখোঁজ হওয়ায় মা-বাবার আহাজারি যেন থামছেই না। গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুরের পর বাবার মোবাইল ফোন নিয়ে পার্শ্ববর্তী বাজার সাহার বাজারের উদ্দেশ্যে তার কর্মস্থল আরিফদের মুদি দোকানে যায়। কিন্তু সন্ধ্যার পর জানতে পারে, ছেলে নাঈম হোসেন সেদিন সেই দোকানে আর যায় নি। তারপর থেকে অদ্যাবধি তাকে বিভিন্ন আত্মীয়-স্বজন, বিভিন্ন ইউনিয়নের বাজার, মিনি মার্কেট, বিভিন্ন উপজেলায় অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত আর পাওয়া যায়নি।
|আরো খবর
নিখোঁজ নাঈম হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বড়গাঁও গাজী বাড়ির মমিন গাজীর বড় ছেলে। নাঈম হোসেন ছাড়াও মমিন গাজীর আরো একটি ছেলে এবং মেয়ে রয়েছে। নাঈম হোসেনের বয়স ১৪ বছর শেষ হয়ে ১৫ বছর চলছে। নাঈম হোসেন হাফেজিয়া মাদ্রাসায় পড়ালেখা করলেও অর্থ সংকটের কারণে পড়ালেখায় বেশিদূর এগোতে পারেনি। তার বাবা একজন অটো চালক, কোনো রকমে তাদের সংসার চলতো। অভাব অনটনের মধ্যেই তাদের দিন পার হয়। নাঈম হোসেন নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে গত ৩ মার্চ ২০২৫ তারিখে তার বাবা মমিন গাজী ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ নাঈম হোসেনের মা-বাবার কান্না- আহাজারি যেন থামছেই না।
এলাকাবাসী বলেন, বর্তমান যুগের কিশোর ছেলেদের তুলনায় নাঈম হোসেন অত্যন্ত ভালো এবং ভদ্র একটি ছেলে ছিলো। নাঈম এলাকায় দুষ্ট প্রকৃতির কোনো ছেলেদের সাথে চলাফেরা করতো না। এলাকাবাসী চাইছেন মমিন গাজীর সন্তান নাঈম হোসেনকে খুঁজে পেতে প্রশাসন যেন সর্বোচ্চ সহযোগিতা করে।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি নাঈম হোসেনের কোনো সন্ধান বা খোঁজ পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্যে অনুরোধ করা গেলো-- 01819432354 অথবা 01310016719
ডিসিকে/এমজেডএইচ