বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২২ মে ২০২৫, ১৬:৩০

আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জ ব্যুরো
আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ছাদে উঠে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল মমিন বেপারী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২মে ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের মানুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ৫ সন্তানের জনক এই বৃদ্ধ ওই গ্রামের মৃত আব্দুল মজিদ বেপারীর ছেলে। মৃতের বড়ো মেয়ের জামাতা মো. হাসান বলেন, আমার শ্বশুর বৃহস্পতিবার (২২ মে ২০২৫) দুপুরে নিজেদের আম গাছ থেকে আম পাড়ার জন্যে বিল্ডিংয়ের ছাদে উঠেন। এ সময় তিনি পল্লী বিদ্যুতের লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।

পরে আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. মুজাম্মেল হোসেন বলেন, মো. আব্দুল মমিন বেপারীকে হাসপাতালে নিয়ে আসলে আমরা পরীক্ষা করে তাকে মৃত পেয়েছি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, যেহেতু নিজেদের গাছ থেকে আম পাড়তে গিয়ে বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সেহেতু ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়