সোমবার, ১৯ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৮ মে ২০২৫, ২১:০৭

পুরাণবাজার হরিসভা মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন শুরু বুধবার

পুরাণবাজার হরিসভা মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন শুরু বুধবার
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সের শ্রীশ্রী রাধা মদন মোহন জিউর মন্দিরে বুধবার (২১ মে ২০২৫) থেকে তিনদিনব্যাপী ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হচ্ছে। সার্বজনীন হরিনামযজ্ঞ উৎসব পরিচালনা কমিটির আয়োজনে ভক্তের হৃদয়ে ভগবানের বাস, বিশ্ব মানবকল্যাণ, অগ্রগতি, শান্তি ও মঙ্গল কামনায় বুধবার (২১ মে ২০২৫) রাত ৮টায় গঙ্গা আহ্বান, নামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে শুভ সূচনা হবে ২৪ প্রহর শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের। নাম যজ্ঞানুষ্ঠান চলবে শুক্রবার (২৩ মে ২০২৫) অহরোহ পর্যন্ত। শনিবার (২৪ মে) হবে মহাপ্রসাদ বিতরণ।

কীর্তন আঙ্গিনায় অমৃত নামসুধা পরিবেশন করবে নন্দন সম্প্রদায় (কুষ্টিয়া), গোপাল কৃষ্ণ সম্প্রদায় (বরিশাল), লক্ষ্মী নারায়ণ সম্প্রদায় (মানিকগঞ্জ), শ্রীকৃষ্ণ মন্দির সম্প্রদায় (হবিগঞ্জ/ সিলেট), শ্রী নব গৌর সম্প্রদায় (পিরোজপুর) ও শ্রীরাম সংঘ (চাঁদপুর)। প্রতিদিন কীর্তন চলাকালীন ভক্তদের জন্যে প্রসাদের ব্যবস্থা রয়েছে।

এর আগে ১৯ মে সোমবার রাত ৮টায় ভাগবত পাঠ করবেন মতলবের সঞ্জয় চক্রবর্তী। ২০ মে মঙ্গলবার শ্রীমদ্ভাগবত পাঠ করবেন চাঁদপুর পুরাণবাজার গৌর নিত্যানন্দ মহাপ্রভু মন্দিরের শ্রী অনিক চক্রবর্তী।

এ ধর্মীয় অনুষ্ঠানে ভক্তবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে উৎসব পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, উৎসব প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদ জীবন কৃষ্ণ গোস্বামী (নবদ্বীপ), শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দির, হরিসভা মন্দির কমপ্লেক্স, পুরাণবাজার, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়