রবিবার, ১৮ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৮:২০

রিয়াদে ‘প্রবাসের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক সম্মাননা

সৌদি আরব ব্যুরো
রিয়াদে ‘প্রবাসের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক সম্মাননা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শাহাদাত হুসাইন সম্পাদিত ‘প্রবাসের গল্প’ সিরিজ বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক সম্মাননা ২০২৫ স্থানীয় একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ‘প্রবাসের গল্প’ সিরিজ পাঠক ফোরামের সভাপতি মাওলানা উসমান গনী রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান বিন নূর হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘প্রবাসের গল্প’ সিরিজ পাঠক ফোরামের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ফারুক আহমেদ চান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গণমাধ্যম ব্যক্তিত্ব রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, বিশিষ্ট আলেম মুফতি জহিরুল ইসলাম, মো. নজরুল ইসলাম ও আলি নুর ইসলাম রনি। বিপুল সংখ্যক লেখক, পাঠক, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও সমাজকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘প্রবাসের গল্প’ সিরিজ পাঠক ফোরামের শিক্ষা ও সাহিত্য সম্পাদক শায়েখ শাহাদাত আল মাহদীর নেতৃত্বে হারামাইন শিল্পীগোষ্ঠী নাসিদ পরিবেশন করে। বইয়ের মোড়ক উন্মোচন শেষে সবার হাতে বই তুলে দেওয়া হয়, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১৭ জন লেখকের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

‘প্রবাসের গল্প’ সিরিজ পাঠক ফোরাম সৌদি আরব-এর আয়োজকবৃন্দ জানিয়েছেন, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। সেজন্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়