রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৫৩

‘টমি মিয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ ও হসপিটালিটি অ্যাওয়ার্ড ২০২৫’ আয়োজনের ঘোষণা ও ওয়েবসাইট উদ্বোধন

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া
‘টমি মিয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ ও হসপিটালিটি অ্যাওয়ার্ড ২০২৫’ আয়োজনের ঘোষণা ও ওয়েবসাইট উদ্বোধন

বিশ্বজুড়ে খ্যাতিমান শেফ ও এমবিই পদকপ্রাপ্ত টমি মিয়ার উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘টমি মিয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ ও হসপিটালিটি অ্যাওয়ার্ড ২০২৫’। এই মেগা ইভেন্ট উপলক্ষে আয়োজিত হয় ওয়েবসাইট উদ্বোধন, মিডিয়া সম্মেলন এবং কমিউনিটি ও হসপিটালিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে এক বিশেষ নেটওয়ার্কিং অনুষ্ঠান। এটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার জনপ্রিয় সোনারগাঁও রেস্টুরেন্টে।

অনুষ্ঠানে জানানো হয়, এ বছরের মূল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ও গালা ডিনার অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে পশ্চিম লন্ডনের একটি অভিজাত ফাইভ স্টার হোটেলে। এছাড়াও ১৪ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সিতে আয়োজন করা হবে বিশেষ কুক-অফ প্রতিযোগিতা ও বাঙালি ফুড ফেস্টিভাল, যা সর্বসাধারণের জন্যে উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে টমি মিয়া এমবিই স্বয়ং উপস্থিত থেকে এবারের অ্যাওয়ার্ডের উদ্দেশ্য, পরিকল্পনা এবং সম্ভাবনার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। ইভেন্টটি পরিচালনা করেন অপারেশনের পরিচালক মুসতাক বাবুল এবং উপস্থাপনায় ছিলেন টিভি উপস্থাপক ও অ্যাওয়ার্ড কমিটির সদস্য মঈন উদ্দিন আনসার।

আলোচনায় অংশগ্রহণ করেন বিচারক কিথ বেস্ট, সৈয়দ শেখ, হাফিজ আলম বকস (সিইও, এটিএন বাংলা ইউকে), তোফাজ্জল মিয়া (চেয়ারম্যান, প্লানেট কারস), আতিক চৌধুরী (চেয়ারম্যান, ইয়াম ইয়াম রেস্টুরেন্ট), সৈয়দ নাসার পাশা (সম্পাদক, সাপ্তাহিক জনমত), ড. জাকির খান, সাইদুর রহমান রেনু, মোসলে আহমেদ, হিসাবরক্ষক সৈয়দ আহবাব হোসেন এবং অ্যাওয়ার্ড কমিটির অর্থ পরিচালক আশরাফ পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক স্পিকার আহবাব হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয় কুমারসহ আরও অনেকে।

আয়োজকরা জানিয়েছেন, ফুড ফেস্টিভাল ও কুক-অফ প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং টেবিল বুকিংয়ের জন্যে আগ্রহীদের অনুরোধ করা হয়েছে [email protected]এ ইমেইল পাঠাতে কিংবা বিস্তারিত জানতে ভিজিট করতে www.tomymiahaward.com

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়