শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৩১

আমিরাবাদ জি কে স্কুলের ১ম পুর্নমিলন অনুষ্ঠানে চঁাদপুরের জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতি ও কিছু কথা

ড. আব্দুস সাত্তার
আমিরাবাদ জি কে স্কুলের ১ম পুর্নমিলন অনুষ্ঠানে চঁাদপুরের জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতি ও কিছু কথা

আজ যার কথা লিখতে যাচ্ছি তিনি হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত চঁাদপুর জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয় (ডিসি) জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি গত ৪ এপ্রিল, ২০২৫ তারিখে আমার উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছিলেন সম্মানিত প্রধান অতিথি হিসেবে। অনুষ্ঠানের এক পর্যায়ে ডিসি মহোদয়কে আমার সম্পাদনায় স্কুলের প্রাক্তনী পুনর্মিলনী স্মারকগ্রন্থ প্রিয়প্রাঙ্গণ তঁার হাতে তুলে দিতে গেলে তিনি চেয়ার থেকে উঠে হাতে নেন। স্মারকগ্রন্থটি হাতে নিয়ে কিছুক্ষণ নিষ্পলক থেকে বলেন, চমৎকার প্রছদ হয়েছে । মুখের হাসির মাঝে ভালোলাগার প্রতিফলন । তারপর আয়োজকদের মাঝে একজনকে ডেকে বললেন, তার পাশে একটা চেয়ার দেওয়ার জন্যে। চেয়ার আসলো । আমাকে বসতে বললেন । কথা শুরু করে দিলেন। আমি বললাম, আপনি আপনার বক্তব্যে প্রাক্তনদের দায়বোধ নিয়ে কিছু কথা বলেছেন, এই স্মারকগ্রন্থে কথাগুলোর ঠিক বর্ণশোভিত রূপটি যেন স্থান পেয়েছে ও পৃষ্ঠা উল্টিয়ে প্রাক্তনদের দায়বোধ প্রসঙ্গিত লেখায় চোখ বুলাতে লাগলেন । অনেকক্ষণ আলোচনা করলেন। কথা প্রসঙ্গে বললাম, ওয়াশিংটন ডিসি আসলে অবশ্যই বাসায় আসবেন। আমাকে একটি ভিজিটিং কার্ড দিলেন এবং আমার কাৰ্ডটিও নিলেন। যাবার সময় করমর্দনের সাথে বলে গেলেন, সময় পেলে আসবেন, কথা হবে।

আমি অবাক হয়েছি ডিসি সাহেবের কথা, আচার আচরণ এবং আমার মত একজন নগণ্য সাহিত্য প্রেমিককে এতোটা সম্মান দেওয়ার জন্যে। ব্যক্তি আমি যতোটা সম্মানিত হয়েছি, তারচেয়েও একটু বেশি সম্মানবোধ করেছে আমার কলম । স্কুলের প্রাক্তনের চাইতেও একজন লেখক আর স্মারকগ্রন্থের সম্পাদক হিসেবে তঁার কাছে প্রীয়মাণ হয়ে ওঠার প্রাপ্তিই ছিলো সুদূর আমেরিকা হতে নিজ স্কুলের পুনর্মিলনীতে যোগ দেওয়ার সকল ক্লান্তি ভোলানো প্রশান্তি । আসলে ভালো মানুষগুলো মনে হয় এমনই হয়।

ভালো থাকবেন ডিসি মহোদয় ও আপনার কাছ থেকে যে শিষ্টাচারটুকু শিখেছি, মনে থাকবে চিরকাল।

ড. আব্দুস সাত্তার : লেখক ও সাংবাদিক, ওয়াশিংটন ডি সি।

 

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়