বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৯:৫২

মিশরে প্রবাসী বাংলাদেশিদের জন্যে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

আফছার হোসাইন, মিশর থেকে
মিশরে প্রবাসী বাংলাদেশিদের জন্যে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্যে ই-পাসপোর্ট সেবা চালু করলো কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস। শনিবার (৫ এপ্রিল ২০২৫) দুপুরে বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স রুমে দূতাবাসের ২য় সচিব শিশির কুমার সরকারের সঞ্চালনায়, রাষ্ট্রদূত সামিনা নাজের সভাপতিত্বে অনুষ্ঠিত ই-পাসপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও বিশেষ অতিথি ছিলেন ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুস সালাম, পিএসসি।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হওয়ার পর ই-পাসপোর্ট প্রকল্পের ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুস সালাম, পিএসসি।

অনুষ্ঠানের মূল বক্তব্যে প্রধান অতিথি স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে তাঁর বক্তব্যে বলেন, ই-পাসপোর্টের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী নাগরিকদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হবে এবং বাংলাদেশী নাগরিকদের মর্যাদা বৃদ্ধি পাবে। তিনি একটি তথ্যচিত্রের মাধ্যমে সরকারি যাবতীয় সেবা সহজীকরণের নিমিত্তে সরকারী কর্মচারীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সচিব নাসিমুল গনি বর্তমান সরকারের নেতৃত্বে আমাদের চলমান অগ্রযাত্রায় সকলকে স্বীয় অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত সামিনা নাজ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের এবং অসংখ্য আহতের স্মরণ করেন। এ সময় রাষ্ট্রদূত মিশরে ই-পাসপোর্ট সেবা চালুকরণের সাথে জড়িত সকলকে বিশেষ ভাবে স্বরাষ্ট্র সচিবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত সামিনা নাজ বাংলাদেশ-মিশর দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার মিশর সফর এবং পরবর্তীতে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বাংলাদেশ-মিশর ২য় ফরেন অফিস কনসালটেশনের মাধ্যমে সম্পর্ক জোরদারকরণ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে।

আলোচনা সভার পর জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শনের পরে ই-পাসপোর্ট সেবা চালু করণের অংশ হিসেবে মিশরে আরটিভি প্রতিনিধি আফছার হোসাইন সহ তিন মিশর প্রবাসীর হাতে ই-পাসপোর্টৈর ডেলিভারি স্লিপ তুলে দেন যথাক্রমে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ এবং ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনেরাল মুহাম্মদ নুরুস সালাম পিএসসি।

ই-পাসপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশী শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ, মিশরে প্রসিদ্ধ বাংলাদেশী ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীবৃন্দ, পেশাজীবী, শ্রমজীবীসহ বাংলাদেশী মিডিয়া ব্যক্তিত্ব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়