বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৭

লন্ডনের ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া
লন্ডনের ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আলোচনা সভা, দেশাত্মবোধক গান আর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় লন্ডনস্থ বাংলাদেশ সেন্টারের মেইন হলে। বাংলাদেশ সেন্টারের আয়োজনে দিবসটি উপলক্ষে এ সকল কর্মসূচি পালন করা হয়।

সেন্টারের ভাইস-চেয়ারম্যান গুলনেহার খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধ গানের আয়োজন করা হয়। ব্রিটিশ বাঙালিদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শুরু করা হয় জাতীয় সংগীতের মাধ্যমে। তারপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ফান্ড রাইজিং কনভেনর ময়নুল হক, স্থায়ী সদস্য জাকির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, ভাইস চেয়ারম্যান মামুন রশিদ, আজীবন সদস্য এম এ মতিন, প্যাট্রন এ আর খান, জয়েন্ট ট্রেজারার শাদ চৌধুরী, এমদাদ তালুকদার, এমবিই কাউন্সিলর মাহফুজ ফারুক, পার্মানেন্ট মেম্বার শাহনুর খান, পার্মানেন্ট মেম্বার শামছুল ইসলাম সেলিম, লাইফ মেম্বার আকবর হোসাইন, লেখক ও সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, তানজিলা জামান প্রমুখ।

বক্তারা বলেন, ভাষা শহীদদের জীবনের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছি। ভাষার মানদণ্ডে আমরা বাঙালি জাতি হিসেবে গর্বিত। তাই এ ভাষার চর্চা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। ভাষার প্রশ্নে বাঙালি জাতি কখনো আপোষ করেনি এবং আগামীতেও করবে না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে অনুরোধ করেন। পরবর্তাতে সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক ফখরুল আম্বিয়ার পরিচালনায় দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন মাহফুজা তালুকদার, ফয়েজ নুর, আজম ফারুক, গুলনাহার খান, নাজমা কবির, মুজিবুল হক মনি, মিছবাহ জামাল ও স্নিগ্ধা মিষ্টি এবং সংগীত পরিবেশন করেন প্রীতম ও শেফালী।

পরিশেষে সেন্টারের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেন্টারের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়