মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৭

জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের কান্ড!

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুকুর ভরাট

পরিবেশ বির্পযয়ের সম্ভাবনা ।

গোলাম মোস্তফা
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুকুর  ভরাট

চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় ও মহামায়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পূর্ব পার্শ্বের পুকুরটি ভরাট করছে একটি কুচক্রী মহল। অভিযোগ রয়েছে, জনপ্রতিনিধি ও স্হানীয় প্রভাবশালী একটি মহল আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক তরফাভাবে পুকুরটি ভরাট কাজ চালিয়ে যাচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মহামায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পাটওয়ারী বাড়ির সন্মুখে বিশাল একটি পুকুর যা, এলাকাবাসীসহ সকলের উপকারে আসছে। তাছাড়া পুকুরটিতে উক্ত পাটোয়ারী বাড়ির বেশকজন অংশীদারিত্ব রয়েছে। কিন্তু পাটোয়ারী বাড়ির মোঃ মাহাবুব আলম পাটওয়ারী কোনো অংশীদারের সাথে আলোচনা না করে, পুরো পুকুরটি ভরাট কাজ করে যাচ্ছেন। এমনকি পুকুরটিতে প্রাথমিক বিদ্যালয় ঘেষা হওয়ায় বিদ্যালয়ের কিছু অংশ উক্ত পুকুরে রয়েছে।

তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে ও এই পুকুর ভরাট বিষয়ে অবগত না করে জোরপূর্বক পুরো পুকুরটি ভরাট করে চলেছেন । অথচ পুকুর বা জলাশয় ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ হলেও পরিবেশ আইনকেও তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভরাট চালাচ্ছেন । তবে তিনি এক্ষেত্রে কৌশল অবলম্বন করে, পাশ্ববর্তী ইউনিয়নের প্রভাবশালী একজন জনপ্রতিনিধি ও সরকার দলীয় ক'জন প্রভাবশালীকে এ কাজে ব্যবহার করছেন। প্রভাবশালীদের হুমকী ধামকীতে বাড়ির অংশীদাররা পর্যন্ত নীরব রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে, অংশীদারগন বলেন, ভাই এখন প্রতিবাদ করবো, কিন্তু রাতের অন্ধকারে মেরে লাশ টাতো পরিবার কে দিবে না।

তাছাড়া এই বিষয়ে কথা না, বলার জন্য হুমকী ধামকী প্রতিনিয়ত চলমান রয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পাশে এই পুকুরটিতে একসময় আমরা গোসল করতাম, সাঁতার কাটতাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়