বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৮

ইটভাটার বিরুদ্ধে অনেক বড়ো অভিযান!

অনলাইন ডেস্ক
ইটভাটার বিরুদ্ধে অনেক বড়ো অভিযান!

চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে হাজীগঞ্জে চার ইট ভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আমজাদ হোসেন এই জরিমানা আরোপ ও আদায় করেন। পৃথকভাবে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫) ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করেন তাঁরা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯-এর ৫ (১) ও ৫ (২) লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করায় দায়ে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে মেসার্স সেলিম ব্রিকসে নগদ ৪ লাখ, মেসার্স অনি ব্রিকসে ৪ লাখ, মেসার্স রনি ব্রিকস-টুতে ৫ লাখ ও মেসার্স মার্ক ব্রিকসে ৪ লাখ টাকাসহ মোট ১৭ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে যৌথ বাহিনীর (সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস) ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, অবৈধভাবে পরিচালিত ইটভাটাসমূহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের জানা মতে, স্মরণকালে কোনো উপজেলায় ইটভাটার বিরুদ্ধে মঙ্গলবারের অভিযানটি ছিলো অনেক বড়ো অভিযান। এতো টাকা একদিনের অভিযানে অতীতে কখনো আদায় হওয়ার মতো কোনো সংবাদ আমরা চাঁদপুর কণ্ঠে প্রকাশ করিনি। এজন্যে আভিযানিক দলকে ধন্যবাদ জানাই।

আমাদের পর্যবেক্ষণে চাঁদপুর জেলার মধ্যে ফরিদগঞ্জ উপজেলায় ইটভাটাকেন্দ্রিক অনিয়ম হয় সবচে' বেশি। এই অনিয়ম সংক্রান্ত ফরিদগঞ্জের সংবাদ প্রকাশে গণমাধ্যমকর্মীরা এগিয়ে আছেন বলে আপাত দৃষ্টিতে এমনটি মনে হয়। এই মনে হওয়ার বিপরীতে হাজীগঞ্জে বিপুল অংকের জরিমানা আদায়ের ঘটনা ঘটলো। এতে পরিবেশ অধিদপ্তরের পর্যবেক্ষণ গণমাধ্যমকর্মীদের চেয়েও প্রখর ও তীক্ষè-সেটাই কি প্রমাণিত হলো, না অন্য কিছু? এমন প্রশ্নের জবাব খোঁজার অবকাশ আছে বলে আমরা মনে করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়