বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯

এতো দেশীয় অস্ত্র কিশোর গ্যাংয়ের কাছে!

অনলাইন ডেস্ক
এতো দেশীয় অস্ত্র কিশোর গ্যাংয়ের কাছে!

চাঁদপুর শহরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) চাঁদপুর সদর সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটন্যান্ট জাবিদ হাসানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে পুরাণবাজার পশ্চিম শ্রীরামদী ছৈয়াল বাড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাং সদস্য মো. বাপ্পি, মো. টিটু এবং ওদুদের বাসা তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত অস্ত্র পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত সংবাদের সাথে চাঁদপুর কণ্ঠ সহ বিভিন্ন গণমাধ্যমে কিশোর গ্যাংয়ের তিন সদস্যের বাসা থেকে উদ্ধারকৃত ধারালো অস্ত্রের স্তূপের যে ছবি প্রকাশ পেয়েছে, তা দেখে যে কারোরই আঁৎকে ওঠার মতো অবস্থা। কথা হলো, কিশোর গ্যাংয়ের এই সদস্যরা কি বাবা-মা, ভাই-বোন ও অন্য কেউ ছাড়া একাকী বাসায় বসবাস করে? অবশ্যই না। তাহলে পরিবারের এ সকল সদস্য বাসায় দেশীয় অস্ত্র মজুদে বাধা দিলো না কেন? এ ব্যাপারে তিন কিশোর গ্যাংয়ের পরিবারের কর্তা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে যদি কারণ জানা যেতো, তাহলে অন্যান্য কিশোর গ্যাংয়ের পরিবারের কর্তাব্যক্তি/দায়িত্বশীল সদস্যকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা ও সতর্কতা অবলম্বনের কথা বলা যেতো কিংবা হুঁশিয়ার করে দেয়া যেতো। কিশোর গ্যাংয়ের সদস্যরা আটক হলে আইনি দুর্বলতার কারণে অধিকাংশ সময় তাদের পরিবারের দায়িত্বশীল ব্যক্তিরা মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিতে পারে। মুচলেকা দেয়ার পর যদি এমন সব ব্যক্তির ছেলেরা কিশোর গ্যাংয়ের তৎপরতায় আবার সংশ্লিষ্ট হয়, তাহলে তাদের কী শাস্তি, জরিমানা বা পরিণতি হতে পারে সেটা কি তাদের সুনির্দিষ্টভাবে আগাম জানিয়ে দেয়া হয়? মনে হয় না। আমাদের মতে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে পরিবারের দায়িত্বশীল ব্যক্তি বা অন্য কাউকে সংশ্লিষ্ট করা না গেলে কাক্সিক্ষত সুফল আসবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়