সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৫

শ্রীনগরে বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
শ্রীনগরে বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

মুন্সিগঞ্জের শ্রীনগরে সরস্বতী পূজা এবার এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি সকাল থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্কুল, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূজার আনুষ্ঠানিকতা আরও রঙিন হয়ে ওঠে।

শ্রীনগরের বঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে এবারের সরস্বতী পূজার আয়োজন ছিল নজরকাড়া। দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এবং শিক্ষক নীলকমল দাস, তপন কুমার দাস ও সাধন শিকদারের সার্বিক সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণ ভরে ওঠে উৎসবের আবহে। সকাল দশটায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়, যেখানে পুরোহিত মন্ত্রপাঠ করেন এবং ঢাক, কাঁসা, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে পূজার পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা প্রার্থনায় অংশ নেন এবং বিদ্যার দেবী সরস্বতীর আশীর্বাদ কামনা করেন। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

শিক্ষার্থী তৃষা রায় জানান,

“প্রতিবছর সরস্বতী পূজা উদযাপন করা হলেও এবার আনন্দের মাত্রা ছিল দ্বিগুণ। আমরা সবাই মিলে এ আয়োজন সফল করতে পেরে গর্বিত।”

শিক্ষক তপন কুমার দাস বলেন, "এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও মূল্যবোধ জাগ্রত করে। তাই আমরা চাই ভবিষ্যতেও তারা এই ঐতিহ্য ধরে রাখুক।"

শ্রীনগরে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, বিভিন্ন মন্দির ও ঘরোয়া পরিসরেও সরস্বতী পূজার জমকালো আয়োজন চোখে পড়ে। সন্ধ্যার পর পূজামণ্ডপগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

সরস্বতী পূজার এ মহোৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। বিদ্যার দেবীর আশীর্বাদ নিয়ে তারা নতুন আশা ও আত্মবিশ্বাস নিয়ে শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়