প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৮
গোসলে নেমে ৩ ছাত্রীর মৃত্যু
গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকায় লবন্দহ খালে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন ছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আরও এক ছাত্রী নিখোঁজ হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দপুরে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ তাশারুফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
|আরো খবর
মৃতরা হলো পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে স্থানীয় জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী রিচি আক্তার (১৫), মঞ্জুর হোসেনের মেয়ে একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী মায়া আক্তার (১৪) এবং একই গ্রামের হায়েত আলীর মেয়ে পুকুরপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী আইরিন আক্তার (১৪)। এ ঘটনায় সোলাইমান হোসেনের মেয়ে রিয়া আক্তার (১০) নিখোঁজ রয়েছে। সে তৃতীয় শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, দুপুরে চার ছাত্রী পাইনশাইল এলাকার খালে বর্ষার পানিতে গোসল করতে নেমে ডুবে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে একজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আরও দুই জনের লাশ উদ্ধার করা হয়।