প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৩২
ভিডিও ছড়ানোর জেরে কিশোরদের রক্তাক্ত পরিণতি
চাঁপাইনবাবগঞ্জে দুই কিশোর নিহত, আটক ২
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মাসুদ (১৭) ও রায়হান (১৬) নামে দুই কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আজিজুল হক (৫২) ও তাসিম (৩২) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
|আরো খবর
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে এক প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ।
ঘটনার পটভূমি
১২-১৫ দিন আগে নাচোলের মল্লিকপুরে আব্দুল খালেকের পেয়ারা বাগানে কাজ করার সময় শ্রমিক সরদার সালামের প্রস্রাবের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় শাহীন নামে এক কিশোর। এ ঘটনার জেরে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
মঙ্গলবারের সংঘর্ষ
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে মল্লিকপুর গরুরহাটে বিজয় দিবস উপলক্ষে শহিদ জিয়া স্মৃতি সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানে সালাম তার দলবল নিয়ে উপস্থিত হয়। সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া শাহীন ও তার সঙ্গীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।
সংঘর্ষ থামাতে উপস্থিত লোকজন চেষ্টা করলেও দুই দল পার্শ্ববর্তী মাছ বাজার টিনশেডে ঢুকে মারামারি শুরু করে। এতে ছুরিকাঘাতে ৬ জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মাসুদ ও রায়হান মারা যায়। গুরুতর আহত সুমন ও রজবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের বক্তব্য
অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। আরও ৭-৮ জনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে, যাদের গ্রেপ্তারে অভিযান চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের বিপরীতে তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া
ময়নাতদন্ত শেষে নিহত দুই কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নাচোল থানার ওসি মুনিরুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিবেদন প্রস্তুতকারী: মো. জাকির হোসেন