প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮
এইদিনে
১৯৭৭ সালের এইদিনে চাঁদপুরের কৃতী সন্তান বিশ্বখ্যাত সাঁতারু অরুণ কুমার নন্দী দূরপাল্লার সাঁতারে এশীয় রেকর্ড গড়েন।
১৯৯০ সালের এইদিনে চাঁদপুরে এরশাদ বিরোধী আন্দোলনে চাঁসক ছাত্রলীগ কর্মী জিয়াউর রহমান পাটওয়ারী রাজু পুলিশের গুলিতে আহত হয়ে মারা যান।
২০০৮ সালের এইদিনে জিএম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিলের দাবিতে চাঁদপুর শহরে ভাংচুর, কুশপুত্তলিকা দাহকালে পুলিশ লাঠিচার্জ করে ৪ জনকে গ্রেফতার করে।
২০১১ সালের এইদিনে কচুয়ার করইশ গ্রামে পিকআপ ভ্যানের চাপায় আঃ রহিম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হন।
২০১২ সালের এইদিনে চাঁদপুর শহরের বড় স্টেশনস্থ শ্রীরামদী কয়লা বাগানে রাজন বেপারী (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
২০১৩ সালের এইদিনে চাঁদপুর শহরে ১৮ দলীয় জোটের মিছিলে পুলিশ গুলি চালালে ছাত্রদল কর্মী তাজুল ইসলাম রতন ও শিবির কর্মী সিয়াম মোস্তান নিহত হয়। একই সময় জেলা বিএনপির সহ-সভাপতি ও পুলিশসহ কমপক্ষে ৩০জন আহত হয়।
২০১৫ সালের এই দিনে চাঁদপুর সরকারি কলেজের একাউন্টিং অনার্সের শেষ বর্ষের ছাত্র শুভ সাহা চঞ্চল (২২)-এর লাশ নিখোঁজ হওয়ার দু'দিন পর চাঁদপুর সদরের ঢালিরঘাট এলাকায় ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করা হয়।
২০১৭ সালের এইদিনে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং কমিটির মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
২০১৮ সালের এইদিনে চাঁদপুর সদরের মহামায়া এলাকায় সড়ক দুর্ঘটনায় কিশোর চন্দ্র শীল (৩০) নামে এক যুবক মারা যায়।
২০২১ সালের এইদিনে হাজীগঞ্জের ধেররা এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে কুমিল্লার চান্দিনার বেলাশ্বর এলাকার মোঃ সোহাগ হোসেন (৩০), মোঃ মনির হোসেন (৩০) ও মোঃ সুজন হোসেন (২৬) নামে তিন যুবক নিহত হয়।