শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ২০:৩৫

শনিবার পুরাণবাজার লোকনাথ মন্দিরে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন

অনলাইন ডেস্ক
শনিবার  পুরাণবাজার লোকনাথ মন্দিরে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন

৯ নভেম্বর শনিবার লোকনাথ ব্রহ্মচারী বাবার রাখের উপবাস উপলক্ষে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। চাঁদপুর শহরের পুরাণ বাজার লোকনাথ মন্দিরে ও নতুন বাজার পালপাড়া শীতলা মায়ের মন্দিরসহ বিভিন্ন মন্দিরে সন্ধ্যায় ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।

সকাল থেকে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ ভক্তরা দিনভর উপবাস থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে । সন্ধ্যার পর ভক্তরা মন্দিরের ধূপতি, ধূপ, প্রদীপ, ঘৃত, আগরবাতি, মোমবাতিসহ আনুষঙ্গিক পূজার সরঞ্জামাদি নিয়ে মন্দিরগুলোতে সমবেত হবে। পরে পুরোহিতের সাথে মন্ত্রপাঠ করে নিজেকে পরিশুদ্ধ করে নেবে। বিগত বছরের ন্যায় এ বছরও পুরাণবাজার হরিসভা  মন্দির কমপ্লেক্স অভ্যন্তরে স্থাপিত লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে হাজারো ভক্তের সমাগম ঘটবে বলে মন্দির কর্তৃপক্ষ আশাবাদী। ভক্তরা উপবাস ব্রত পালন করে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলনে অংশগ্রহণ করবেন। ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে মন্দিরের সভাপতি প্রমোদ দাস ও সাধারণ সম্পাদক দীপক রায় ঘৃত প্রদীপ প্রজ্জ্বলনে যেসব ভক্ত অংশগ্রহণ করবে সে সকল ভক্তকে যথা সময়ে পুরাণবাজার হরিসভা  মন্দির কমপ্লেক্স অভ্যন্তরে স্থাপিত লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে উপস্থিত থাকার জন্যে অনুরোধ করেছেন। ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন শেষে ভক্তরা মেঘনা নদীতে ভাসিয়ে দেবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়