শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ২০:৩৫

শনিবার পুরাণবাজার লোকনাথ মন্দিরে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন

অনলাইন ডেস্ক
শনিবার  পুরাণবাজার লোকনাথ মন্দিরে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন

৯ নভেম্বর শনিবার লোকনাথ ব্রহ্মচারী বাবার রাখের উপবাস উপলক্ষে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। চাঁদপুর শহরের পুরাণ বাজার লোকনাথ মন্দিরে ও নতুন বাজার পালপাড়া শীতলা মায়ের মন্দিরসহ বিভিন্ন মন্দিরে সন্ধ্যায় ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।

সকাল থেকে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ ভক্তরা দিনভর উপবাস থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে । সন্ধ্যার পর ভক্তরা মন্দিরের ধূপতি, ধূপ, প্রদীপ, ঘৃত, আগরবাতি, মোমবাতিসহ আনুষঙ্গিক পূজার সরঞ্জামাদি নিয়ে মন্দিরগুলোতে সমবেত হবে। পরে পুরোহিতের সাথে মন্ত্রপাঠ করে নিজেকে পরিশুদ্ধ করে নেবে। বিগত বছরের ন্যায় এ বছরও পুরাণবাজার হরিসভা  মন্দির কমপ্লেক্স অভ্যন্তরে স্থাপিত লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে হাজারো ভক্তের সমাগম ঘটবে বলে মন্দির কর্তৃপক্ষ আশাবাদী। ভক্তরা উপবাস ব্রত পালন করে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলনে অংশগ্রহণ করবেন। ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে মন্দিরের সভাপতি প্রমোদ দাস ও সাধারণ সম্পাদক দীপক রায় ঘৃত প্রদীপ প্রজ্জ্বলনে যেসব ভক্ত অংশগ্রহণ করবে সে সকল ভক্তকে যথা সময়ে পুরাণবাজার হরিসভা  মন্দির কমপ্লেক্স অভ্যন্তরে স্থাপিত লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে উপস্থিত থাকার জন্যে অনুরোধ করেছেন। ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন শেষে ভক্তরা মেঘনা নদীতে ভাসিয়ে দেবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়