মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৯:১৫

প্রবীণ দিবস উপলক্ষে

ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের পক্ষে প্রবীণ নারীকে সহযোগিতা

কাজী আজিজুল হাকিম নাহিন
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের পক্ষে প্রবীণ নারীকে সহযোগিতা
একজন প্রবীণ নারীকে নগদ অর্থ, শাড়ি ও দৈনন্দিন খাবারের প্রয়োজনীয় জিনিসের সহযোগিতা প্রদান করছেন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের নেতৃবৃন্দ।

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে একজন দুঃস্থ প্রবীণ নারীকে সহযোগিতা প্রদান করেছেন ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সদস্যরা। সহযোগিতায় ছিলো নগদ টাকা, শাড়ি এবং দৈনন্দিন খাবারের প্রয়োজনীয় জিনিস। শুক্রবার চাঁদপুর শহরের বকুলতলাস্থ রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি নাছরিন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ফাতেমা আক্তার লাভলী, সাবেক সভাপতি মাহমুদা খানম, তাসলিমা সুলতানা মুন্নী, তাসনুভা রহমান তন্বী, আইপিপি মিতু আক্তার, ভাইস প্রেসিডেন্ট ডালিয়া খানম, সেক্রেটারী মোসাঃ আফরোজা পারভীন, ট্রেজারার রুবিনা মরিয়ম ও সদস্য ফৌজিয়া হোসেন পুতুল, মার্জিহা রুহীসহ অন্যান্য ক্লাব সদস্য।

চার্টার সভাপতি ও সাবেক সভাপতিরা বলেন, আমরাও প্রবীণ হচ্ছি, আমরা প্রবীণের দুঃখ-কষ্ট বুঝি। ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল সবসময় প্রবীণদের নিয়ে কাজ করে। শুধু এই দিবস নয়, দিবসের বাইরেও প্রবীণদের নিয়ে অনেক কার্যক্রম থাকে। এই কার্যক্রম চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব শুরু হওয়ার পর থেকেই অব্যাহত। কিন্তু বর্তমান সভাপতিও সবসময় প্রবীণদের গোপনে প্রকাশ্যে সাহায্য করে যাচ্ছেন। আমরা ক্লাব সদস্যরা সবসময় প্রবীণদের নিয়ে কাজ করে যাচ্ছি, করে যাবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়