শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ২১:৩৪

মহা অষ্টমী ও নবমী বিহিত পূজায় অঞ্জলি নিতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়

গোলাম মোস্তফা
মহা অষ্টমী ও নবমী বিহিত পূজায় অঞ্জলি নিতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়
মহাষ্টমীতে অঞ্জলি নিচ্ছেন ভক্তরা

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ৫ দিনব্যাপী দুর্গাপূজার কার্যক্রমের তৃতীয় দিন ১১ অক্টোবর শুক্রবার মহাঅষ্টমী ও নবমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা ১৫ মিনিটে অষ্টমী পূজার লগ্ন ছিলো। যার কারণে পূর্বের রাতেই মায়ের কাছে নিবেদন করতে বহু ভক্ত ভোগ প্রদান করেছে। ভোর থেকে ভক্তরা মণ্ডপে মণ্ডপে সমবেত হয়। সকাল ১১টা থেকে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি প্রদান করা হয়। আবার কোনো কোনো মণ্ডপে অষ্টমী পূজার পরপর নবমী পূজার অঞ্জলি প্রদান করা হয়। সেনাবাহিনী, পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা মণ্ডপে মণ্ডপে ঘুরে নজরদারি করছে। সন্ধ্যার পূর্ব থেকেই শহর ও বিভিন্ন উপজেলার সনাতনী ভক্তরা দেবী দুর্গা মাকে দর্শন করার জন্যে ছুটে আসে। তারা গভীর রাত পর্যন্ত চাঁদপুর শহরের পূজা মণ্ডপ ঘুরে দুর্গা মাকে দর্শন করে নিরাপদে বাড়ি ফিরে যায়। আজ ১২ অক্টোবর শনিবার সকাল ৭টা ২৬ মিনিটে দশমী পূজা অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। এ বছর চাঁদপুর সদর উপজেলায় ৪১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে পৌর এলাকায় ৩৫টি ও ইউনিয়ন পর্যায়ে ৬টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। সপ্তমী পূজা থেকে সন্ধ্যায় ভক্তরা পূজা মণ্ডপগুলোতে দেবী দুর্গাকে দর্শন করতে বেশি ছুটে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়