শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৬:১০

হাইমচরে দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা বিধানে মনিটরিং কমিটির সভা

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে দুর্গাপূজায়  সার্বিক নিরাপত্তা বিধানে মনিটরিং কমিটির  সভা
দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা বিধানে হাইমচর উপজেলায় মনিটরিং কমিটির আলোচনা সভা

হাইমচর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে হাইমচর উপজেলায় মনিটরিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) বিকেল তিনটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ ওয়ালীউল্লাহ, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারী মোঃ জসীম উদ্দীন, হাইমচর প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ ফারুকুল ইসলাম, আলগী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, হাইমচর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজয় মজুমদার, কমলাপুর দেবী দুর্গার মন্দির কমিটির সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র দাস প্রমুখ।

সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলী জনি, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহকারী মাকসুদ আলম, হাইমচর প্রেসক্লাবের সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিবগণ, কমলাপুর দেবী দুর্গার মন্দির, পশ্চিম চর কৃষ্ণপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির, চরভাঙ্গা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, দক্ষিণ চরভৈরবী শ্রীশ্রী গৌর নিতাই মন্দির, উত্তর চরভৈরবী হরিচাঁদ ঠাকুর মন্দির ও পাড়া বগুলা মজুমদার বাড়ি দেবী দুর্গার মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়