প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ৈগাঁও রাস্তার বেহাল দশা। ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থী
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও বাজার থেকে কল্লিগাঁও যেতে আল আমিন সরদারের থাই গ্লাসের দোকান হতে শুরু করে টিপু দেওয়ান এর বাড়ি পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার রাস্তার বেহাল দশা।
|আরো খবর
২৫ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টার দিকে সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানাগেছে, এ গ্রামে ১ টি উচ্চ বিদ্যালয়, ১ টি নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা ও ১ টি প্রাথমিক বিদ্যালয় এবং ১ টি বাজার রয়েছে স্থানীয় প্রায় ৭/৮ হাজার পথচারী এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকেন ।
কিছু ক্ষন মুষলধারে বৃষ্টি হলেএ রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়া খুবই কষ্ট হয়ে যায়।
বিশেষ করে এ রাস্তা দিয়ে , প্রাথমিক বিদ্যালয় ,উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ২ হাজার ছাত্র ছাত্রী চলাচল করে
রাস্তার বেহাল দশা কারনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় রাস্তাটি ব্যবহার সম্পূর্ণ অনুপযোগী হওয়ার ফলে নিয়মিতভাবে ও সঠিক সময়ে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের বিদ্যাপিঠে উপস্থিত হতে না পারায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।
বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে সামান্য বৃষ্টি হলেই হাটুর উপরে পানি জমে থাকে। এখানে বৃষ্টির পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় রাস্তার এই করুন দশা ।
বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরিফা আক্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখানকার এই জলাবদ্ধতা কারনেই নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে পারছি না , ফলে আমাদের লেখা পড়া দারুনভাবে বিঘ্নিত হচ্ছে । দশম শ্রেণির ছাএ মোঃ ইব্রাহিম কাছে জানতে চাইলে তিনি ও একই কথা বলেন।
স্হানীয় দোকানদার মোঃ স্বপন শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই রাস্তার বেহাল দশার কারনে আমরা প্রতিদিনই লসের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরতে হয়।
এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত অটো রিক্সা, মোটরসাইকেল ও বিভিন্ন ধরনের যানবাহন চলাফেরা করে থাকে।
স্হানীয় জনগনের দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটির বেহাল দশা ও রাস্তার দুই পাশে ড্রেনের ব্যবস্থা করে জলাবদ্ধতা হতে এলাকাবাসীকে মুক্ত করা অতিব জরুরি।