প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৮
বাবুরহাট কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের পিতৃবিয়োগ
মতলব দক্ষিণের কালিকাপুর দক্ষিণ পাড়া মজুমদার বাড়ির আলহাজ মোঃ মনিরুজ্জামান মজুমদার (পিতা- মরহুম আবুল হাশেম মজুমদার) ২৫ সেপ্টেম্বর বুধবার রাত ১০টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।মরহুমকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর নামাজে জানাজা গতকাল বৃহস্পতিবার বাদ জোহর কালিকাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
|আরো খবর
জনাব মনিরুজ্জামান মজুমদার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উপ- সহকারী পরিচালক ছিলেন। কালিকাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন এবং আজীবন দাতা সদস্য ছিলেন। । এছাড়াও তিনি অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। বিশেষ করে কালিকাপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা, কালিকাপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ এবং পোস্ট অফিস স্থাপনে মরহুমের বিশেষ অবদান ছিলো।
উল্লেখ্য, আলহাজ্ব মনিরুজ্জামান হচ্ছেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম অধ্যাপক মোঃ কামরুজ্জামানের পিতা।