বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৫

চাঁদপুর হাসান আলী সরকারি উবি'র প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর হাসান আলী সরকারি উবি'র প্রধান শিক্ষকের পদত্যাগের  দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ১৫ সেপ্টেম্বর রোববার বেলা ১২ টায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শতাধিক শিক্ষার্থী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।

সরকারী চাকুরীজীবী হয়েও প্রকাশ্যে রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণে বাঁধা দেয়াসহ বিভিন্ন অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে তারা।

এই সময় শিক্ষার্থীরা, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে লিখিত আকারে ২০টি কারণ তুলে ধরেন। কারণ গুলো হচ্ছে, ১. বিদ্যালয়কে দলীয় কার্যালয়ে বানানো (নানা সময়ে বিদ্যালয়ে রাজনৈতিক কর্মী এনে বৈঠক করা), ২. দলীয় এজেন্ট (অভিভাবক সমাবেশে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া), ৩. বৈষম্য বিরোধী আন্দোলনে বাধা প্রদান, ৪. আইনি ব্যবস্থার ভয়। (TC) দেওয়ার ভয় দেখানো, ৫. প্রেসক্লাবে পেশাজীবি সংগঠনের মানব বন্ধনে ছাত্রদের বিরুদ্ধে ২জন শিক্ষককে পাঠানো, ৬. শিক্ষার্থীদের বাসায় মেসেজ দিয়ে বিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদান, ৭. শ্রেণী শিক্ষকদের বাধ্য করে শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা দেয়া, টিফিনে রাজনৈতিক কার্যকলাপ (বিএনপি নেতা দিয়ে হুমকি প্রধান), ৯. স্কুলে অবৈধ ভর্তি বাণিজ্য করে পালিয়ে বেড়ানো, ১০. নির্বাচনের আগের দিন বিদ্যালয় থেকে ৩ ট্রাক মালা-মাল সরিয়ে নেওয়া, ১১. বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম স্থবির রাখা, ১২. বিদ্যালয়ের কারোর সম্মতি না নিয়ে মাষ্টর রোলের শিক্ষক, কর্মচারীদের ছাটাই করা, ১৩. বিদ্যালয়ের কর্মচারীদের সঠিক সম্মানি প্রদান না করা, ১৪. কারো সম্মতি না দিয়ে বিদ্যালয়কে নিজের মতো করে পরিচালনা করা, ১৫. টেন্ডার বানিজ্য, ১৬. অভিভাবক ও শিক্ষকদের সাথে বাজে ব্যাবহার করা, ১৭. বিদ্যায়ের সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনায় বাধা প্রদান, ১৮. রাজনৈতিক কার্যক্রলাপে বাধা দেয়ায় নেতাদের দিয়ে শিক্ষকদেরকে হুমকি দেওয়া, ১৯. বিদ্যালয়ে নির্বাচনী জনসভা আয়োজন করা, ২০. বিদ্যালয়ের যে কোনো কাজে রাজনৈতিক প্রভাব খাটানো।

আন্দোলনরত বিদ্যালয় শিক্ষার্থী, অম্লান সাহা, মুশফিক করিম লাবিব, মোসাদ্দেক হোসেন রোকন, আবির আদনান হোসাইন, তাহমিদ মুনতাসিম সাহিল, চয়ন বিশ্বাস, সেজানুর রহমান, জাস্টিন সরকার জয়, আকমার আনজুম আবিদ, ওয়াইছসহ অনেকে বলেন, আমাদের আন্দোলনের প্রেক্ষিতে প্রধান শিক্ষক এক মাসের সময় চেয়েছিলেন। তিনি বলেছিলেন একমাস পরে নিজ থেকেই অন্যত্র বদলি হয়ে যাবেন। কিন্তু সেটি না করে তিনি প্রথমে ছুটি এবং বর্তমানে পালাতক রয়েছেন।আমরা তার পদত্যাগের দাবীতে এবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিব। ‌আমাদের দাবি মেনে না নিলে, কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়