প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৮
চাঁদপুর পৌরসভার প্রশাসকের প্রশংসনীয় উদ্যোগ

চাঁদপুর পৌরসভার জরুরি সকল উন্নয়নমূলক কাজ একযোগে শুরু করা হয়েছে। কাজের মান নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। এছাড়াও পৌরবাসীর বাসা- বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত পানির গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সব ক'টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সংস্কার করা হচ্ছে। এ বিষয়গুলোতে কোনো ধরনের অভিযোগ থাকলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী (০১৭১১২৬১০৪৪) কে অবহিত করার জন্যে বলা হয়েছে। পৌরসভা প্রশাসক ও এডিএম একরামুল ছিদ্দিক তাঁর ফেসবুক পেইজে এ তথ্য জানান।