শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২০:১৮

চাঁদপুর হরিনা ফেরিঘাটে মেঘনার পানি বৃদ্ধি : ফেরিতে গাড়ি উঠা-নামা ব্যাহত (ভিডিও দেখুন)

মিজানুর রহমান

মেঘনা নদীতে জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে চাঁদপুর হরিনা ও শরিয়তপুর আলুবাজার ফেরিঘাটের র‌্যাম ও রাস্তা ডুবে গেছে। এতে ওই ঘাট দুটি দিয়ে যানবাহন ফেরিতে উঠা নামায় সমস্যা হচ্ছে। হাঁটু পরিমানপানি ডিঙ্গিয়ে গাড়িগুলোকে ফেরিতে উঠানামা করতে হচ্ছে। এ পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে যানবাহন বিকল হয় ফেরি পারাপার বন্ধ হবার আশঙ্কা রয়েছে। বিষয়টি বিআইডব্লিটিএ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখা দরকার বলে ভুক্তভোগীরা জানিয়েছে।

জোয়ারের সময় প্রায় তিনঘন্টা ফেরিঘাট সংযুক্ত পন্টুন র‍্যামের অর্ধেকসহ রাস্তা জোয়ারের পানিতে ডুবে থাকে।বিআইডব্লিউটিসির ঘাট কাউন্টারে থাকা রাসেল জানিয়েছে।

অপরদিকে হরিনাঘাট ম্যানেজার আব্দুন নূর তুষার জানান, জোয়ারের সময় মেঘনার পানি বৃদ্ধি পেলে এ কিছু সময়ের জন্য সমস্যা দেখা দেয়। তবে সবসময় জন্য নয়। তিনি বলেন, এখনো ঘাটে যানবাহনের চাপ বেশি রয়েছে। চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে তাদের সাতটি ফেরি চলাচল করছে।

স্থানিয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলে বন্যা দেখা দেওয়ায় উজানের পানি চাঁদপুর হয়ে বঙ্গোপসাগরে দিকে নামছে। এই কারণে গত দু'দিন যাবত চাঁদপুরের মেঘনা নদীতে জোয়ারে পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপদসীমার অতিক্রম করেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়