রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৬ জুন ২০২৪, ১১:৩৬

চাঁদপুরের ফরিদগঞ্জে ২০ গ্রামে ঈদ পালন

প্রবীর চক্রবর্তী
চাঁদপুরের ফরিদগঞ্জে ২০ গ্রামে ঈদ পালন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার ১৬ জুন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২০টি গ্রামের মুসলমানেরা পবিত্র ঈদুল আজহা পালন করছেন।

উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বাজপাড় কেন্দ্রীয় ঈদগাহে মাঠে রোবাবর সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন মাও. শফিকুর রহমান। স্থানীয়রা জানান, পাশ^বর্তী হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক (রহ.)কে অনুসরণ করে ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিনে পুর্বে দুই ঈদ পালন করে আসছেন তারা।

উপজেলার যেসব গ্রামে রোববার ঈদ-উল আজহা পালিত হবে সেগুলো হলো: লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, বাজপাড়, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর গ্রাম।

ভূলাচোঁ এলাকার মোশারফ হোসেন মিলন (৪০) জানান, বাংলাদেশ সময় রোববার(১৬জুন) সকাল সাড়ে ৮টায় মুন্সিরহাট জামে মসজিদে মাও. মাহবুবুর রহমান ঈদের জামাতের ইমামতি করেন। এছাড়া ভূলাচোঁ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাই ওই মসজিদে ঈদের নামাজের ইমামতি করেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহ সোহাগ জানান, আমাদের পুর্বপুরুষগণ ন্যায় আমরাও সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই ঈদ পালন করছি। #

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়