শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ২১:১৫

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দু দিনব্যাপী নাট্যানুষ্ঠান

নাটকের নাম শুনেই বুঝা যায় নাটকটি কেমন হবে : পুলিশ সুপার

অনলাইন ডেস্ক
নাটকের নাম শুনেই বুঝা যায় নাটকটি কেমন হবে : পুলিশ সুপার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দু দিনব্যাপী নাট্যানুষ্ঠানের উদ্বোধন হয়েছে। দু'দিনব্যাপী নাট্যানুষ্ঠানে ১৫ আগস্টে নির্মম হত্যার ঘটনা নিয়ে নির্মিত নাটক ধানমন্ডি ৩২ মঞ্চায়িত হয়।

রোববার ২৯ আগস্ট সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দূ'দিন ব্যাপী নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়।

ধানমন্ডি ৩২ নাটক মঞ্চায়নের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। তিনি তাঁর বক্তব্যে বলেন, নাটকের নাম শুনেই বুঝা যায় নাটকটি কেমন হবে। নাটক একটি শক্তিশালী মাধ্যম। যা সমাজের অসংঙ্গতি এবং শোকের কিছু ইতিহাস মানুষের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরা যায়। ধানমন্ডি ৩২ নিয়ে আমরা অনেকেই হয়তো অনেকের লেখা বই পড়েছি কিন্তু যে জিনিস আমরা নাটকের মাধ্যমে দেখতে পাবো সেটা মনে নিয়ে যেতে পারবো। আরেকটি হচ্ছে যারা আমরা জানি না এই ইতিহাসটা তারা সুন্দরভাবে জানতে পারবো। একটি বই ১০ বার পড়ার চেয়ে একটি নাটক যদি আমরা দেখি তাহলে সেটা অনেক বেশি আমাদের মনের মধ্যে গেঁথে যায়।

চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহিদ পাটোয়ারীর সভাপতিত্বে ও বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, এনএসআই’র উপ-পরিচালক শাহ মোঃ আরমান, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অজয় ভৌমিক, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ নূর হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বিশিষ্ট ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পুনাকের সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নাটকটির প্রযোজনা উপদেষ্টা ছিলেন স্বরলিপি নাট্যগোষ্ঠীর সভাপতি এমআর বাবু ও প্রযোজনা অধিকর্তা ছিলেন সাধারণ সম্পাদক শেখ আল মামুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়