শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ২০:৩৫

মতলবে সাংবাদিকদের কর্মশালায় আফতাব চৌধুরী সুমন

সাংবাদিকগণ দক্ষ ও প্রশিক্ষিত হলে সমাজ আলোকিত হবে

নিজস্ব প্রতিনিধি
সাংবাদিকগণ দক্ষ ও প্রশিক্ষিত হলে সমাজ আলোকিত হবে
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংগঠনের পৃষ্ঠপোষক আফতাব চৌধুরী সুমন।

মতলব দক্ষিণে জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী সাংবাদিকতার নীতি ও নৈতিকতা ও আাইন-কানুন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর শনিবার মতলব কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্ঠপোষক আফতাব চৌধুরী সুমন। কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন উদ্যাপন কমিটির আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম।

প্রধান অতিথি বক্তব্যে সংগঠনের পৃষ্ঠপোষক ও ভয়েস ফর জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট আফতাব চৌধুরী সুমন বলেন, আমি আপনাদের মাধ্যমে সমাজে কিছু সেবা ও কল্যাণমূলক কাজ করতে চাই। তাই আপনারা ঐক্যবদ্ধ থাকলে আমার সহযোগিতা করতে ভালো লাগবে। তিনি ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের সাথে থাকবেন বলে সকল সাংবাদিকদের আশ্বাস দেন। তিনি আরও বলেন, সাংবাদিকগণ দক্ষ ও প্রশিক্ষিত হলে সমাজ আলোকিত হবে।

কর্মশালা ও পরিচিতি অনুষ্ঠানের প্রথম অধিবেশন সকাল সাড়ে নয়টায় ইসলামে সাংবাদিকতা ও নৈতিকতা বিষয়ে কথা বলেন মতলববাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা গোলাম সারওয়ার ফরিদী। এরপর সাংবাদিকতায় নিউজ অ্যান্ড ভিউজ নিয়ে আলোচনা করেন মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কবি মুহাম্মদ জাকির হোসেন।

পরে বেলা সাড়ে ১১টায় সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আইন-কানুন বিষয়ে আলোচনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি রহিম বাদশা। বিকেল আড়াইটায় নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন মিলন।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, এসোসিয়েশনের কার্যনির্বাহী সম্মানিত সদস্য আমির খসরু প্রধানিয়া, রোকনুজ্জামান রোকন, শ্যামল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ মোঃ আরিফ বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, সদস্য গোলাম হায়দার মোল্লা, মাহফুজ মল্লিক, নিমাই চন্দ্র ঘোষ, রেদওয়ান আহমেদ জাকির, সদস্য মোশারফ হোসেন তালুকদার, রেজওয়ান বাদল, মোজাম্মেল প্রধান হাসিব, জাহাঙ্গীর আলম প্রধান, লোকমান হোসেন হাবিব, মোঃ কামাল দেওয়ান, শহীদুজ্জামান মাসুম, আল আমিন মিয়াজী প্রমুখ।

পরে প্রধান অতিথি আফতাব চৌধুরী সুমন সাংবাদিকদের উপহার ও সনদপত্র তাদের হাতে তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ আরিফ বিল্লাহ ও গীতা পাঠ করেন সদস্য নিমাই চন্দ্র ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ কর্মশালায় সংগঠনের প্রায় ৫০ জন সাংবাদিক অংশ নেয়। ১৯৯৩ সালে প্রথম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শওকত হোসেন বাদলের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল। এর প্রায় ৩০ বছর পর আবার জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী কর্মশালা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রতি বছর এমন আয়োজন করার জন্যে বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়