সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২০ আগস্ট ২০২১, ০১:২৪

ছয়তলা ভবন হেলে পড়লো

অনলাইন ডেস্ক
ছয়তলা ভবন হেলে পড়লো

রাজধানীর সূত্রাপুর এলাকার কুলুটোলা ৪৭/২ তনুগঞ্জ লেনে হাজী বাড়ি নামে একটি ছয়তলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ভবনটি ঝুকিপূর্ণ ঘোষণা করে সিলগালা করে দিয়েছে রাজউক, ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘বিকেলে রাজধানীর সূত্রাপুর এলাকার কুলুটোলা ৪৭/২ তনুগঞ্জ লেনে হাজী বাড়ি নামে একটি ছয়তলা ভবন হেলে পড়ার খবর পাই আমরা। বিকেল ৫টা ১৯ মিনিটে সূত্রাপুর ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ভবন থেকে বাবুল রায় রতন (৬০) নামের এক প্যারালাইজড রোগীকে উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘উদ্ধার কাজ শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। এছাড়া রাজউকের চেয়ারম্যান এবং ঢাকা জেলা প্রশাসক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে জেলা প্রশাসন ভবনটি সিলগালা করেছে।’

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (জোন-১) মো. বজলুর রশিদ বলেন, ‘বৃহস্পতিবার বিকেলের দিকে সংবাদ পাই সূত্রাপুরে একটি ভবন হেলে পড়েছে। সংবাদ পাওয়া মাত্রই একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায়, একটি ইউনিটের ছয়তলা একটি ভবন পূর্বদিকে হেলে পড়েছে। এরপর ওই ভবনের সকল বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনা হয়। এক পর্যায়ে রাজউক ও ঢাকা জেলা প্রশাসক ঘটনাস্থলে এসে ভবনটি সিলগালা করে দেয়। বিকেল থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত টানা কাজ শেষে ফায়ার সার্ভিস ঘটনাস্থল ত্যাগ করে।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়