প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০
শ্রীনগরে জাতীয় মাছ ইলিশ রক্ষায় জন সচেতনতা সভা
![শ্রীনগরে জাতীয় মাছ ইলিশ রক্ষায় জন সচেতনতা সভা](/assets/news_photos/2023/10/06/image-38898-1696529083bdjournal.jpg)
"ইলিশ মাছ রক্ষা করি,দেশের সম্পদ বৃদ্ধি করি " এই স্লোগান কে সামনে রেখে শ্রীনগরে জাতীয় মাছ ইলিশ রক্ষায় জন সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারী,আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সিনিয়র মৎসকর্মকর্তা সমীর কুমার বসাক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরন,উপজেলা প্রানী সম্পদ কর্মকতা ডাঃ কামরুজ্জামান,র্যাব ১০এর সিপিসি২ এর সিদুল দাস,সহকারী মৎস কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহফুজা পারভীন,শ্রীনগর থানার এস আই মোঃনজরুল ইসলাম,ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহাদাত, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল,রাঢ়ীখাল ইউপি চেয়ারম্যান বারেক খান বারি সহ বিভিন্ন ইউনিয়ন এর মৎসজীবি প্রতিনিধি বৃন্দ।