বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ১৪:২৩

চাঁদপুর নৌ পুলিশের অভিযান জাল নৌকাসহ ১১ জেলে আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর নৌ পুলিশের অভিযান জাল নৌকাসহ ১১ জেলে আটক

চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ পদ্মা-মেঘনা নদীর বিভিন্নস্থানে আকস্মিক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ কারেন্টজাল দিয়ে মাছ ধরার সময় তিনটি নৌকাসহ ১১ জেলেকে আটক করেছে। এসময় ৫০ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

মঙ্গলবার নৌ থানা পুলিশ পৃথক তিনটি মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেন।

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন ও আমিরাবাদ পদ্মা মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার ও নৌ থানার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।

নৌ পুলিশ সুপার কামরুজ্জামান জানান, কারেন্ট জাল সারা বছরের জন্য অবৈধ ঘোষণা করেছে সরকার। কিন্তু অসাধু জেলেরা কারেন্ট জাল দিয়ে মাছ নিধন করে মাছের ইলিশের ক্ষতি করছে। তাই চাঁদপুর নৌ থানা পুলিশ ও মোহনপুর নৌ ফাঁড়ি পুলিশের যৌথ অভিযানে জাল,নৌকাসহ আটক জেলেদের আইনের আওতায় আনা হয়েছে।

এ ঘটনায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২)(খ) ধারায় ৩ টি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়