সোমবার, ২৮ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০১:৫৮

জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মীকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

এই উপলক্ষে রোববার (১৬ জুলাই) রাতে জেলা প্রশাসকের বাসবভনে কামরুল হাসান জেলা প্রশাসক, চাঁদপুর সভাপতিত্বে জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, চাঁদপুরের সদস্যদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথিগন। সকল বক্তাদের বক্তব্যে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে উঠেছে। কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। বক্তাদের বক্তব্যে বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী অতিথিগনকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়,এনএসআই কর্মকর্তা শাহ আরমান আহমেদ’সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়