প্রকাশ : ২৫ মে ২০২৩, ১২:৪৯
চাঁদপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষন কর্মসূচি
জোর-জুলুম জবরদস্তি নেই কোন ধর্মে, সম্প্রীতি আর সহিষ্ণুতা সবার কর্মে এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৫ মে দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|আরো খবর
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোঃ মোসা, জেলা পিপি এডভোকেট রণজিত রায় চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপ-পরিচালক মোঃ রুহুল আমিন। প্রামনচিত্র প্রদর্শন ও প্রশিক্ষণ প্রদান করেন ধর্ম মন্ত্রণালয়ের আইসিটি কনসালটেন্ট এমামুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি চাঁদপুর সদর উপজেলা সভাপতি মাওঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা স্কাউটস সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, খ্রীস্টান সম্প্রাদয়ের প্রতিনিধি রসি বর্মণ প্রমুখ।
জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাইতুল আমিন জামে মসজিদের খতিব মুফতি আবু বকর বিন ফারুক, গীতা পাঠ করেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সদর উপজেলা সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, খ্রীস্টান সম্প্রাদয়ের প্রতিনিধি রীতা মাইকেল ।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত ও গিয়াসউদ্দিন মিলন, জেলা জাতীয় ইমাম সমিতির সাবেক সভাপতি মাওঃ আ.হ.ম সাইফুল্লাহ, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মুফতি হাফেজ কেফায়েত উল্লাহ, বড় স্টেশন জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম, মসজিদে গোর-এ- গরিবা কমপ্লেক্সের খতিব মাওঃ আবদুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধরসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধি এবং সাংবাদিকদবৃন্দ।