বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ১৪:৩৮

মতলবে মাদক বিক্রিতে বাধা দেয়ায় যুবকের উপর হামলা

ষ্টাফ রিপোর্টার
মতলবে মাদক বিক্রিতে বাধা দেয়ায় যুবকের উপর হামলা
মতলব দক্ষিণে হাসপাতালে চিকিৎসাধীন আহত জনি

মতলব পৌরসভার ৭নং ওয়ার্ডের দিঘলদী এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় জনি (২৮) নামে এক যুবকের উপর হামলা করেছে দুবৃত্তরা। আজ ৩ জুলাই সকাল ১০টায় এ হামলার ঘটনা ঘটে। সে প্রবাসে (সিঙ্গাপুর) থাকে। করোনা-১৯ এর টীকা নিয়ে সেখানে চলে যাওয়ার কথা।

আহত জনি জানায়, ঘটনার দিন সকালে মাদক বিক্রি করতে বাধা দেয়ায় একই এলাকার রিয়াদ, রাকিব, রোমান, মুকুল, রাজী, শাহীন ও জুয়েল আমার উপর অতর্কিতভাবে হামলা করে। এ সময় তারা কয়েকজন আমাকে ধরে রাখে। তন্মধ্যে রিয়াদ ও তার অপর সঙ্গীরা আমাকে ক্ষুর দিয়ে আমার গালে আঘাত করলে গাল কেটে যায়।

তাৎক্ষণিক মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করে। এতে আমার গালে ১৪টি সেলাই দেয়া হয়।

আহত জনির পিতা হাজী সুলতান আহমেদ জানান, ঘটনার মূল হোতা আল আমিন ও উজ্জ্বল। সে তার বাহিনী নিয়ে বিভিন্ন সময়ে আমাকে ও আমার পরিবারের উপর হামলা করেছে। আমি প্রশাসনের কাছে আমার ছেলের উপর হামলার বিচার চাই।

এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত রোমানসহ অন্যান্যদের সাথে যোগাযোগ করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়