মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১৮:৪৬

ফরিদগঞ্জের সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল করোনাক্রান্ত

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জের সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল করোনাক্রান্ত

দৈনিক মানব জমিনের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং দৈনিক চাঁদপুর দর্পণের অফিস প্রধান এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল করোনা পজিটিভ হয়েছেন।

রোববার ১আগস্ট ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করালে তার রিপোর্ট পজেটিভ আসে।

আবু হেনা মোস্তফা কামাল জানিয়েছেন, তিনি গত কদিন ধরে জ্বরে ভুগছিলেন। রোববার ১আগস্ট ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে এন্টিজেন টেস্টে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তাঁর সামান্য জ্বর ও শরীর ব্যথা ছাড়া অন্য কোনো উপসর্গ নেই বলে তিনি জানিয়েছেন। দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

এদিকে ফরিদগঞ্জ প্রেসকাবে নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল করোনা পজিটিভ হওয়ায় তার আশু রোগ মুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়