প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
অনন্ত-অসীম
বিমল কান্তি দাশ
এ বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমিই স্রষ্টা
তুমিইতো আছো সর্বজনীন,
সৃষ্টি নিয়ে একাই খেলিছ
কাটছে অনন্ত কালের নিশিদিন ॥
তিমির বিদারী তপন
নিত্য জাগায়ে দেয় ভুবন,
বিহগ-বিহগীর মধুর কলকাকলী
জাগতিক নিত্য কর্মে জাগে শিহরণ ॥
স্রষ্টা তুমি বিধাতা তুমি
সৃষ্ট সকলের অনিবার্য বরেণ্য,
ঘটাও সালোক সংশ্লেষণ আর শ্বসন
প্রাণী ও উদ্ভিদের সম্পর্ক অনন্য ॥
তপ্ত মরুতে বালিকণা কর সিক্ত
পাথরে ফোটাতে পারো ফুল,
অন্ধজনের চোখে দাও আলো
মহিমায় তুমি যে অতুল ॥
বিশ্বে এনেছ অনেক ধর্মমত
চূড়ান্ত লক্ষ্য কিন্তু অভিন্ন,
ধর্মীরা করে বৃথা হানাহানি
ধর্ম কিন্তু থাকে পরিচ্ছন্ন ॥
রবি শশী গ্রহ তারকা পুঞ্জ
নিয়ত আপন কক্ষে আবর্তিত,
এখানে নেই মহাজাগতিক ট্রাফিক
শুধুই প্রবহমান স্রষ্টার ইংগিত ॥
তুমি পংগুকে লঙ্ঘাও গিরি
মূক-কে বানাও তুমি বাচাল,
বধিরকে দাও শ্রুতিশক্তি
ভিক্ষুকে বানাও ভূপাল ॥
ক্ষমিও মোর যত অপরাধ
তুমি যে অনন্ত কৃপা-সিন্ধু
শেষ বিচার দিনের আসরে
তুমি-ই তো মোর একমাত্র বন্ধু ॥