প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২, ২৩:১৯
ফরিদগঞ্জে জমইয়াতে হিযবুল্লাহর ওয়াজ মাহফিল
ইসলামে নারী-পুরুষের পোশাক কেমন হবে নির্দেশনা রয়েছে : ছারছীনার পীর ছাহেব
ফরিদগঞ্জ উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) বাদ আছর রামপুর বাজার মজিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
|আরো খবর
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ (মাদ্দা জিল্লুহুল আলী) । তিনি তাঁর বক্তব্যে বলেন,
আমল আকিদা বিদায়ের পথে। সেই আমল আকিদাকে আঁকড়ে ধরতে দীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছি। আপনার সন্তানকে হক্কানী আলেম বানাতে চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত আমলের মাধ্যমে প্রমান করতে হবে। আমল-আখলাক, চেহারা-সূরত, পোষাক-আশাক, কথা-বার্তা হবে রাসূলের নমুনায়। তিনি আরো বলেন, ইসলামে পোশাকের গুরুত্ব রয়েছে। ইসলামে নারী-পুরুষের পোশাক কেমন হবে নির্দেশনা রয়েছে। নিজের মতে পোশাক পড়ে কামেল মুমিন হয়া যায়না। মুসলমানের পোষাক হবে নবীর সুন্নত তরিকায়। কাজেই পরিবারের সদস্যদের নবীর তরিকায় পোশাক পরিধানে উদ্বর্ধ করতে হবে।
মাহফিলে আরো বক্তব্য রাখেন যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় মহাসচিব মাওঃ মোঃ রুহুল আমিন আফছারী, ছারছীনা দরবারের মুবাল্লিগ মাওঃ মহিবুল্লাহ আল মাহমুদ, জেলা সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান প্রমুখ।মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা উপদেষ্টা হাজী আবদুল আহাদ, ফরিদগঞ্জ জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি অধ্যক্ষ আবুল হাসান মোঃ ছাইফুল্লাহ , হাজীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মুকবুল হোসাইন ও তালিমে তরিকত সম্পাদক মোঃ মাহমুদুল হক পাটওয়ারী, জেলা যুব হিযবুল্লাহর সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ পাটওয়ারী, ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মোঃ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ নোমান সালেহীসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাদ আছর থেকে মাহফিল শুরু হয়ে গভীর রাতে পীর ছাহেবের আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।