বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৮:১১

এবার অ্যাম্বুলেন্সে রোগী নয়, ঢেউটিন পরিবহন!

গোলাম মোস্তফা
এবার অ্যাম্বুলেন্সে রোগী নয়, ঢেউটিন পরিবহন!

মানুষের অসুস্থতায় বা চিকিৎসা সেবার প্রয়োজনে নিয়োজিত পরিবহনের নাম হলো অ্যাম্বুলেন্স। এটি সাধারণত চিকিৎসার কাজে নিয়োজিত থাকার নিয়ম থাকলেও চাঁদপুরে বেসরকারি মালিকানা অ্যাম্বুলেন্স গুলো এবার রোগী পরিবহনে নয় মালামাল সরবরাহে বা পণ্য পরিবহনের কাজে সড়কে ব্যস্ত রয়েছে।

চাঁদপুরের বেসরকারি মালিকানা এই অ্যাম্বুলেন্সগুলো নিয়ে বিভিন্ন অপর্কমের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। তেমনি এক অভিযোগের ভিত্তিতে ২৭ জুলাই মঙ্গলবার চাঁদপুর শহরের (সাবেক স্ট্যান্ড রোড) বর্তমান কাজী নজরুল ইসলাম সড়কে গিয়ে দেখা যায় উক্ত সড়কের স্বনামধন্য রড সিমেন্ট, ঢেউটিন পাইকারি ও খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান চলমান কড়া লকডাউনের ঘোষণাকে অমান্য করে তাদের প্রতিষ্ঠানটি খুলে নিশ্চিতে ক্রয়-বিক্রয় অব্যাহত রেখেছে। উক্ত প্রতিষ্ঠানটি ক্রেতার কাছে বিক্রিকৃত ঢেউটিন পৌঁছে দেয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে ক্রেতার নির্ধারিত স্থানে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।

শহরের গুরুত্বপূর্ণ স্থানে লকডাউন চলাকালে প্রশাসনের সাথে চোর চোর খেলায় অবর্তীণ হয়ে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ দেয়া দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ ঐ ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান সরকারি আদেশ অমান্য করে নিবিঘ্নে ব্যবসা চালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে এখন টক অব দা টাউনে পরিণত হয়েছে। তাই ব্যবসায়ীরা উল্লেখিত বিষয়ে জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়