বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৫ জুলাই ২০২২, ১৯:৫৯

মুক্তিযোদ্ধা আঃ মান্নান বিএসসির উপর হামলা : গ্রেফতার ২

মুক্তিযোদ্ধা আঃ মান্নান বিএসসির উপর হামলা : গ্রেফতার ২
মোঃ মঈনুল ইসলাম কাজল

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রসন্নপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক আঃ মান্নান বিএসসির উপর হামলার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ।

১৫ জুলাই শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসির দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে পূর্ব থেকে তাঁর সম্পত্তিগত বিরোধ রয়েছে। বিভিন্ন সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা অভিযুক্তদের বাড়ির সামনে দিয়ে যাওয়া আসার সময় তারা অকথ্য ভাষায় গালমন্দ করে।

গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি তাঁর পুত্রসহ ওই স্থান দিয়ে যাওয়ার সময় প্রসন্নপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র আবু আইয়ূব আনসারী (৪৫) ও মৃতঃ আমিনুল হক মোঘলের পুত্র ফরিদ মোঘলসহ (৪৪) আর ৪/৫ জন অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে।

এ সময় ওই মুক্তিযোদ্ধা তাদের গালমন্দ না করার অনুরোধ করলে তারা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান বিএসসি ও তাঁর ছোট ছেলে মাসুদ পারভেজ (২৫) আহত হয়। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় বিকেলে বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান বিএসসি বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত আবু আইয়ূব আনসারী ও ফরিদ মোঘলকে গ্রেফতার করে।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান বিএসসি জানান, পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা তিনি ও তাঁর পুত্রের উপর হামলা চালিয়েছে। আঘাতের ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়ার পর আউয়ুব আনসারী তাঁর গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চেয়েছে।

তিনি আরও জানান, আইয়ুব আনসারী ও ফরিদ মোঘল জামাত শিবিরের স্থানীয় এজেন্ট। এ অঞ্চলে জামাতের গোপন তৎপরতা ও নাশকতায় তারা আর্থিক যোগান দিয়ে আসছে।

ঘটনার বিষয়ে পুলিশ হেফাজতে থাকায় অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসির দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়